সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


ইডেনে সংঘর্ষ : দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ঢামেকে রাজিয়া

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা (২৮) ও ছাত্রলীগ কর্মী সুমি আক্তার (২৪)।

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ৮টা ৫০ মিনিটে পুলিশি পাহারায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 

সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা

আহত রাজিয়া সুলতানার রুমমেট অনুপা ঢাকা পোস্টকে বলেন, সংবাদ সম্মেলনের সময় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে ছাত্রলীগ সভাপতি রিভাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে মারধর করে অবরুদ্ধ করে রাখে বিরোধীপক্ষ। দুই ঘণ্টা পর পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) আসিফুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রাজিয়া সুলতানাকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসেছি। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

শাকিবের সঙ্গে কীভাবে প্রেমের শুরু? জানালেন বুবলী

দেশীয় শোবিজের সবচেয়ে চর্চিত নাম এখন শাকিব খান ও বুবলী। অনেক দিন ধরে চলতে থাকা শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img