এবার গোপনে নয়, ধুমধাম করেই বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। অকপটে এমনটাই জানালেন হালের এই জনপ্রিয় অভিনেতা।
শাকিব খান বলেন, ‘আর গোপনে কিছুই করব না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করব।
পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আগেরবার নিজের ইচ্ছেতে করেছিলাম। এবার যা কিছু হবে পরিবারের পছন্দে হবে। হয়তো শিগগিরই হবে। আমার পরিবার চাইছে, সুন্দর গোছানো কিছু হোক। সবাই একসঙ্গে আনন্দে জীবনটা পার করে দিই। ’
পুত্র আব্রাম খান জয়ের প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ওর সঙ্গে তো প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। আমি আবার বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি। দেশে আমার অনেক আপন মানুষ আছে, তাদের সঙ্গে সব সময় আমার যোগাযোগ ছিল। বিদেশেও নতুন নতুন বন্ধু হয়েছে। তারা সব সময় আমাকে সাপোর্ট দিয়েছে। ’

ঢাকাই সিনেমার নবাব বলেন, ‘অনেকগুলো সিনেমা জমে গেছে। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের সিনেমাও রয়েছে। কোনটা কিভাবে শুরু করব সবাই ধীরে ধীরে জানতে পারবে। তবে যা হবে, আগে কখনোই হয়নি। শিগগিরই এসকে ফিল্মসের ব্যানারে নাম চূড়ান্ত না হওয়া (মায়া) সিনেমার শুটিং শুরু হবে। আগামীতে তপু খানের লিডার সিনেমা আসবে। হয়তো সে আমার সঙ্গে সামনে আরো কাজ করবে। ’
মঙ্গলবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান। গতকাল দুপুরে দেশের মাটিতে পা রাখেন তিনি। তখন সময় দুপুর ১২টা ৩৮ মিনিট।