সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ


চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে কক্সবাজারে সমুদ্র দেখে ফেরার পথে পটিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলী গাইনের ছেলে। তিনি স্থানীয় দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষার্থী ছিলেন।

ওসমান গনির সঙ্গে থাকা ওই মাদরাসার শিক্ষক নাজমুল হুদা জানান, শিক্ষক ও তার স্ত্রীসহ মাদরাসার পাঁচ শিক্ষার্থী গত রোববার কক্সবাজাের বেড়াতে যান। সেখানে পাচঁ দিন বেড়ানো শেষে তারা চট্টগ্রামগামী একটি ট্রেনে করে আসার পথে পটিয়া রেলস্টেশনের অদূরে চলন্ত ট্রেন থেকে একটি ঝুপড়িতে পড়ে যায় ওসমান। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরোজ জাহান আনিকা জানান, মাথায় আঘাত অবস্থায় ওসমানকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা পর মৃত ঘোষণা করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফসানা আক্তার নামে সরকারি তুলারাম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায়...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img