সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


জন্ম নিবন্ধন কার্যালয়ে ঘুস নেওয়ার অভিযোগ যাচাইয়ে অভিযান চালিয়েছে দুদক

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন একটি জন্ম নিবন্ধন কার্যালয়ে ঘুস নেওয়ার অভিযোগ যাচাইয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও আজমেরী আলমের সমন্বয়ে একটি টিম এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানিয়েছে, অভিযানকালে ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরের কাছে অভিযোগের বিষয় জানতে চাওয়া হয়। বাবর আলী মীরের বক্তব্য রেকর্ড করার পাশাপাশি টিমের সদস্যরা উপস্থিত সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন।

এনফোর্সমেন্ট টিমের সদস্যরা জানায়, ওই কার্যালয় থেকে অভিযোগসংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে নথিপত্র পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এদিকে, ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ যাচাইয়ে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুদক। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

শাকিবের সঙ্গে কীভাবে প্রেমের শুরু? জানালেন বুবলী

দেশীয় শোবিজের সবচেয়ে চর্চিত নাম এখন শাকিব খান ও বুবলী। অনেক দিন ধরে চলতে থাকা শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img