সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ মৃত্যু, আহত ৩৫

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের মাত্র এক মাসের কিছু বেশি সময় আগে মাউন্টেন বি নাইটক্লাবটি চালু হয়েছিল।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণপূর্বের চুনবুড়ি প্রদেশে একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবারের এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা কর্নেল উথিপং সোমজাই টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইট ক্লাবে স্থানীয় সময় রাত ১টার দিকে আগুন লাগে, এতে হতাহতরা সবাই থাই নাগরিক।

তিন ঘণ্টা পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থল ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে। যাদের মৃত্যু হয়েছে তাদের চার জন নারী ও বাকি নয় জন পুরুষ।

উদ্ধারকারী বিভাগের পোস্ট করা ভিডিও ফুটেজে নাইটক্লাবটিতে আসা লোকজনকে আর্তচিৎকার করে পালাতে দেখা গেছে, তাদের পরনের কাপড়ে আগুন জ্বলছিল, পেছনে বিশাল একটি আগুন ক্লাবটিকে গ্রাস করে নিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের মাত্র এক মাসের কিছু বেশি সময় আগে মাউন্টেন বি নাইটক্লাবটি চালু হয়েছিল।

এক তলা এ ক্লাবটি সুপরিচিত সুখুমভিত সড়কের ওপর অবস্থিত। এই সড়কটি ব্যাংককের সঙ্গে অবকাশযাপন শহর পাতাইয়াকে সংযুক্ত করেছে। ক্লাবটির আশপাশে অনেক হোটেল ও বার আছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের মাত্র এক মাসের কিছু বেশি সময় আগে মাউন্টেন বি নাইটক্লাবটি চালু হয়েছিল।

এক তলা এ ক্লাবটি সুপরিচিত সুখুমভিত সড়কের ওপর অবস্থিত। এই সড়কটি ব্যাংককের সঙ্গে অবকাশযাপন শহর পাতাইয়াকে সংযুক্ত করেছে। ক্লাবটির আশপাশে অনেক হোটেল ও বার আছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

শাকিবের সঙ্গে কীভাবে প্রেমের শুরু? জানালেন বুবলী

দেশীয় শোবিজের সবচেয়ে চর্চিত নাম এখন শাকিব খান ও বুবলী। অনেক দিন ধরে চলতে থাকা শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img