সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিহত ৭, নিখোঁজ বহু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেক।

বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ অনেক মানুষ পানির স্রোতে ভেসে যান।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। সাত জনের মৃত্যুর খবর জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক। এদের মধ্যে ১টি শিশুও রয়েছে। এখনো কয়জন নিখোঁজ রয়েছেন তা সঠিক বলা যাচ্ছে না। এছাড়া মাঝ নদীর চরে আটকে রয়েছেন আরও অনেক মানুষ।

এ বিষয়ে মালের বিধায়ক বুলু চিকবরাইক বলেন, প্রতি বছর মাল নদীতে বিসর্জন হয়। আজ আচমকাই এ দুর্ঘটনা ঘটল। নিখোঁজদের সঠিক খবর আমাদের কাছে নেই। ঘটনার সময় নদীর পাড়ে কমপক্ষে ৯-১০ হাজার মানুষ ছিল। পাহাড়ি ঢল থেকেই এ বিপত্তি।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল বাহিনী এবং পুলিশ।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

শাকিবের সঙ্গে কীভাবে প্রেমের শুরু? জানালেন বুবলী

দেশীয় শোবিজের সবচেয়ে চর্চিত নাম এখন শাকিব খান ও বুবলী। অনেক দিন ধরে চলতে থাকা শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img