সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ


বজ্রপাতের সময় নিরাপদ থাকতে করণীয়

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বজ্রপাতে মৃত্যুর ঘটনা দিনকে দিন বেড়েই চলছে। বজ্রপাতের নির্দিষ্ট সময় না থাকলেও ঝড়-বৃষ্টির সময় এর সম্ভাবনা থাকে বেশি। এপ্রিল থেকে জুন বা বাংলা চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত বজ্রপাত বেশি হয়।

কিছু নিয়ম-কানুন মেনে চললে বজ্রপাতে প্রাণহানি থেকে রক্ষা পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক বজ্রপাত থেকে নিরাপদ থাকার কিছু উপায়-

>>> বজ্রঝড় সাধারণত ৩০-৪৫ মিনিট স্থায়ী হয়। এ সময়টুকু ঘরে অবস্থান করা।

>>> গভীর ও উলম্ব মেঘ দেখা দিলে ঘরের বাইরে বের না হওয়া। অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে যাওয়া।

>>> বজ্রপাতের সময় ধানখেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়া।

>>> বজ্রপাতের আশঙ্কা হলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নেওয়া। বিল্ডিংয়ের ছাদে বা উঁচু ভূমিতে না যাওয়া।

>>> শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখা এবং ঘরের ভেতরে নিরাপদে অবস্থান করা।

>>> বজ্রপাতের সময় মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজসহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখা এবং বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ বিচ্ছিন্ন করা।

>>> বজ্রপাতের সময় খোলা জায়গা বা মাঠ অথবা উচুঁ স্থানে না থাকা।

>>> খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে একত্রে না থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া।

>>> উচুঁ গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও তার, ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকা।

>>> গভীর ও উলম্ব মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকা।

>>> বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়া, সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান

>>> বজ্রপাতের সময় গাড়ির ভেতর অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ না রাখা।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফসানা আক্তার নামে সরকারি তুলারাম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায়...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img