সাফজয়ী নারী ফুটবলারদের ল্যাগেজ সম্পূর্ণ ইন্টেক অবস্থায় বাফুফের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের বুঝিয়ে দেয়া হয়েছিল। কাজেই বিমানবন্দরে তাদের ব্যাগ খোলা বা চুরির ঘটনা ঘটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, এসব খেলোয়াড়দের ভিআইপি মর্যাদায় দেশে আনা হয়েছে। তাই তাদের সাথে এমন ঘটনা ঘটার সুযোগ নেই।

মো. মাহবুব আলী বলেন, বিদেশি পর্যটক ও প্রবাসীদের ব্যাগের ব্যবস্থাপনাতেও আগের থেকে মান উন্নয়ন হয়েছে। এছাড়া গত ৩-৪ বছরে এমন অভিযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, বিদেশি পর্যটকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে করোনার বিধি-নিষেধ তুলে নিতে সুপারিশ করেছে কোভিড বিষয়ক পরামর্শক টিম। কাজেই বাংলাদেশ বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।