সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


বিশাল এক স্ট্রবেরি চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন ইজরায়েলের এক নাগরিক

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বিশাল এক স্ট্রবেরি চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন ইজরায়েলের এক নাগরিক। কৃষিক্ষেত্রে তার এই অবদান নজির গড়েছে।

ইজরায়েলে কাদিমা-জোরানের বাসিন্দা এরিয়্যাল চাহি সম্প্রতি একটি বিশাল স্ট্রবেরির চাষ করেছেন যার ওজন প্রায় ৩০০ গ্রাম।

স্ট্রবেরি চাষ করেই এই কৃষক গড়লেন বিশ্বরেকর্ড। সম্প্রতি এরিয়্যালেলে এই কীর্তি জায়গা করে নিয়েছে গিনেস রেকর্ডে।

গিনেস রেকর্ডসে এটিকে বিশ্বের সবচেয়ে ভারী স্ট্রবেরি বলে ঘোষণা করা হয়েছে। এই স্ট্রবেরির ওজন ২৮৯ গ্রাম অর্থাৎ প্রায় ৩০০ গ্রামের কাছাকাছি।

স্ট্রবেরিটি ১৮ সেন্টিমিটার লম্বা, ৪ সেন্টিমিটার পুরু ও পরিধিতে ৩৪ সেন্টিমিটার। এই স্ট্রবেরি হলো ইলান প্রজাতির।

এটি চাষ করতে সময় লেগেছে প্রায় ৪৫ দিন। এরিয়্যালের ফলের খামারের এই জাতের স্ট্রবেরির বাম্পার ফলন হয়েছে। শুধু একটি নয়, চারটি বিশালাকার স্ট্রবেরি উৎপাদন করেছেন তিনি।

সম্প্রতি গিনেস রেকর্ডস তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখানো হয়েছে কেন বিশ্বের সবচেয়ে ভারী স্ট্রবেরির তকমা পেয়েছে স্ট্রবেরিটি।

ভিডিওতে দেখানো হয়েছে, এরিয়্যাল ওজন মাপার যন্ত্রে প্রথমে একটি আইফোন এক্সআর রাখেন। তারপর স্ট্রবেরিটির ওজন মাপেন।

আইফোন এক্সআরের ওজন ছিল ১৯৪ গ্রাম। তবে সেই বিশাল আকারের স্ট্রবেরির ওজন ছিল আইফোনের চেয়ে প্রায় ১০০ গ্রাম বেশি।

এই ভিডিওটি এরই মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। এই স্ট্রবেরি দেখে অনেকেরই জিভে জল চলে এসেছে। আর তাই তো কমেন্টে অনেকেই লিখেছেন, এই স্ট্রবেরি যিনি খাবেন, তিনি সত্যিই ভাগ্যবান।

২০১৫ সালের রেকর্ড ভেঙে দিয়েছে এরিয়্যালের স্ট্রবেরিটি। বিশ্বের সবচেয়ে ভারী স্ট্রবেরির আগের রেকর্ডটি ছিল ২৫০ গ্রাম। সেটি জাপানের কোজি নাকাওতে উৎপাদিত হয়েছিল।

২৮ জানুয়ারি ২০১৫ সালে জাপানের ফুকুওকাতে সেটির ওজন করা হয়েছিল। স্ট্রবেরিটি আমাউ নামে একটি জাপানি জাত ছিল।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

শাকিবের সঙ্গে কীভাবে প্রেমের শুরু? জানালেন বুবলী

দেশীয় শোবিজের সবচেয়ে চর্চিত নাম এখন শাকিব খান ও বুবলী। অনেক দিন ধরে চলতে থাকা শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img