তবে, ভারত থেকে ফেরার ৭২ ঘণ্টা আগে নমুনা পরীক্ষা করে সনদ সঙ্গে আনতে হবে
করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেওয়া থাকলে ভারতে প্রবেশে নমুনা পরীক্ষার সনদ আর লাগবে না।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ এ কথা জানিয়েছেন।
অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, টিকার বুস্টার ডোজ নেওয়া যাত্রীদের বেনাপোল দিয়ে ভারতে যেতে এখন আর ৭২ ঘণ্টার আরটিপিসিআর টেস্টের সনদ নিতে হবে না। তবে, ভারত থেকে ফেরার সময় ৭২ ঘণ্টা আগে নমুনা পরীক্ষা করে সনদ সঙ্গে আনতে হবে।
ভারত থেকে ফিরে আসা এক যাত্রী জানান, টিকার বুস্টার ডোজ নেওয়া থাকলে ভারতে যেতে নমুনা পরীক্ষার সনদ লাগছে না। কিন্তু, ভারত থেকে ফিরে আসতে সনদ লাগছে। দুই দেশে একই নিয়ম করা হলে যাত্রীদের অতিরিক্ত খরচ করা লাগতো না।
