রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠনে সংলাপে অংশ নিতে বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির পক্ষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রতিনিধিত্ব করেন।
জাতীয় পার্টি নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সংলাপে তিনটি প্রস্তাব উত্থাপন করে রাষ্ট্রপতির সঙ্গে। প্রস্তাবে ইসি গঠনে আইন প্রণয়নের দাবি জানানো হয়। এছাড়া সার্চ কমিটির জন্য দক্ষ ও উপযুক্ত চারজনের নাম রাষ্ট্রপতির কাছে দিয়েছে দলটি। তবে এদের ব্যাপারে কিছু এখনো গণমাধ্যমকে জানানো হয়নি। তাদের মধ্যে আরো কিছু বিষয়ে আলাপ আলোচনা হয়েছে।