সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


সাতক্ষীরায় মায়ের হাতে মেয়ে খুন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সাতক্ষীরার কলারোয়ায় ঘুমন্ত অবস্থায় দেড় বছরের কন্যাসন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম খাদিজা খাতুন। সে কলারোয়ার কুশোডাঙা গ্রামের বাসিন্দা তৌহিদুজ্জামান ও আসমা খাতুন দম্পতির মেয়ে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মা আসমা খাতুন (২৪) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে গত বৃহস্পতিবার আসমার মা আলেয়া খাতুন চিকিৎসার জন্য তাকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে আসেন। শুক্রবার দুপুরে আসমা তার শিশু কন্যা খাদিজাকে বারান্দায় ঘুম পাড়িয়ে রাখেন। পরে রান্নাঘর থেকে ধারালো বঁটি নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় মেয়েটির গলায় আঘাত করে হত্যা করেন।

ঘটনার সময় আসমার মা আলেয়া চিকিৎসার জন্য ভ্যান আনতে বাইরে ছিলেন। ফিরে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। মুহূর্তেই এলাকাবাসী ছুটে এসে আসমাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসমা মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করা হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আলিমুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিবাগত রাত...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img