নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে পাখি আক্তার ও আলিশা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাখি আক্তার দক্ষিণ চরক্লার্ক গ্রামের দিনমজুর মনু মিয়ার মেয়ে এবং আলিশা খাতুন একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে। তারা উভয়েই ফকির মার্কেট নূরানী মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার জানান, দুপুরে শিশু দু’টি অসাবধানতাবশত তাদের মায়ের অগোচরে একই পুকুরে নামে। তারা সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। এদিকে, পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করে। পরে তারা তাদের বাড়ির পুকুরে একজনের মরদেহ ভাসতে দেখতে পায়। সেখানেই আরেক শিশুকে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরপিকে/