সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে ১৫ দিনে ৯.২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ভারতে প্রতিদিনই বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম। দেশটিতে আজ পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বেড়েছে।

এ নিয়ে ১৫ দিনে ১৩ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হলো। সব মিলিয়ে ১৫ দিনে জ্বালানির দাম লিটার প্রতি বাড়ল ৯.২০ টাকা। জ্বালানি তেলের এমন দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। হু হু করে বাড়ছে শাক-সবজির দামও।

এর আগে সোমবার (৫ এপ্রিল) দেশটিতে যথাক্রমে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে লিটারে ৮০ পয়সা।

আজ কলকাতায় প্রতি লিটার পেট্রল ও ডিজেল যথাক্রমে ১১৪.২৮ এবং ৯৯.২ টাকায় বিক্রি হচ্ছে।

তেলের দাম বৃদ্ধির জন্য ভারত সরকার বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়ার যুক্তি দিলেও সংশ্লিষ্ট মহলের বলছে ভিন্ন কথা। তারা বলছে, অশোধিত তেলের দাম এখনও আগের তুলনায় কিছুটা কমের দিকেই।

গতকাল এ নিয়ে বিরোধীরা সরব হয়েছিল রাজ্যসভায়। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদের আলোচনার প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় সোমবারই বারবার মুলতবি হয় রাজ্যসভার অধিবেশন।

কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানান, যখনই বিরোধীরা জনস্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে সংসদে কথা বলতে চায়, তখনই অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। বেণুগোপাল বলেন, ‘কেন্দ্র অন্তত জনতার স্বার্থে বিষয়টিকে স্পষ্ট করুক।’

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

পাবনার ভাঙ্গুড়ায় বিরোধপূর্ণ পুকুরের মাছ তুলে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা বিরুদ্ধে

পাবনার ভাঙ্গুড়ায় বিরোধপূর্ণ পুকুরের মাছ তুলে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা শহিদুল ইসলাম ও তাঁর ভাই আব্দুর রশীদের বিরুদ্ধে।...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img