সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

খুলনায় ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহনাজ পারভীন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নগরীর খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহনাজ পারভীন ওই এলাকার আল আমিন হোসেনের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, সকালের দিকে বাসার ছাদে কাপড় নাড়ছিলেন গৃহবধূ শাহনাজ পারভীন। কিন্তু বাড়ির পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে হাতের স্পর্শ লাগলে তিনি বিদ্যুতায়িত হলে অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আলিমুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিবাগত রাত...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img