বিনোদন ডেস্ক: আশরাফুল আলম। যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত। বিভিন্ন সময় কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় এই নাম উচ্চারিত হয়েছে। এবার তার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ কারণে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আকাশ নিবির নামের এক সাংবাদিক। গতকাল শুক্রবার (৪ মার্চ) আনুমানিক রাত ১০ টার দিকে হাতিরঝিল থানায় এই জিডি করেন আকাশ। জিডি নম্বার ২২৩।
অভিযোগে বলা হয়, ‘বিবাদী ‘আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম’ উনার পূর্ব পরিচিত হওয়ায় অভিনেতা ডিপজলের বাড়িতে শুটিং চলমান অবস্থায় ৭ দিনের জন্য ৫০ হাজার টাকা ধার হিসেবে চান। পরে তা ৭ দিন পার হয়ে ৪ মাসে এসে দাঁড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না হিরো আলম। উল্টো টাকা ফেরত চাইতে গেলে আকাশ নিবিরকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দেন হিরো আলম।
এদিকে জিডি প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এই জিডি মিথ্যা। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য আমার নামে হয়রানিমূলক অভিযোগ দিয়েছে থানায়।’