যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ২০২২ সালের মাঝামাঝি সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে সচিবালয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আমরা টিকাদান কার্যক্রম সহজ করে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষ করার চেষ্টা চলছে। ৩৯৭ উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে, ৩ উপজেলায় ১৭ জানুয়ারি, ৫৬ উপজেলায় ২০ জানুয়ারি, ১৫ উপজেলায় ২২ জানুয়ারি, ৩৫ উপজেলায় ২৫ জানুয়ারি এবং ১১ উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে টিকাদান সম্পন্ন করতে হবে বলে জানান তিনি।