দেশের সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ক্লাস।
বুধবার (২ মার্চ) সকাল থেকে শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।
প্রাথমিক বিদ্যালয়গুলোকে দুই শিফটে সপ্তাহে ৬দিনই ক্লাস নিতে বলা হচ্ছে। এক্ষেত্রে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নিতে হবে বিদ্যালয়গুলোতে।
গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও প্রাক-প্রাথমিকের ক্লাস আরও দুই সপ্তাহ পর শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে পাঠদান।