সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


আসছে রোজা, বাড়ির টবে শসা চাষ করার অত্যন্ত সহজ পদ্ধতি জেনে নিন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বাড়ির যে কোনো জায়গায় খুব সহজেই টবের মধ্যে চাষ করুন শসা। বাড়ির সামনে যদি জমি থাকে তাহলে তো আর কথাই নেই কিন্তু যাদের জমি নেই তাদের আর দুঃখ করার কিছু নেই। বারান্দায় ছাদে টবের মধ্যে সারা বছর ফলাতে পারেন শসা। খুব একটা পরিশ্রম না করেই, খুব সহজেই শসা গাছ থেকে আপনি ছোট সংসার এর জন্য প্রয়োজনীয় ফসল পেয়ে যাবেন।

প্রথমে নার্সারি থেকে উন্নত মানের শসার বীজ সংগ্রহ করে আগের দিন রাতে ভিজিয়ে রাখুন জলে ।‌ তবে তার আগে প্রয়োজন ভালো করে টবের মাটি প্রস্তুত করে নেওয়া। আবার‌ একটু বড় আকারের টব বা ড্রাম ব্যবহার করতে পারেন শসা চাষের জন্য।

শসা গাছের জন্য প্রয়োজন দোআঁশ মাটির।তারপর মাটিকে রোদে ভালো করে গোবর সারের সঙ্গে মিশিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। প্রতিদিন নিয়ম করে অবশ্যই জল দিতে হবে। তারপর ছয় সাত দিন পরে মাটিতে কিছুটা গর্ত করে সেখানে বীজ দিয়ে দিতে হবে। তারপর বীজের উপরে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে।

শসা গাছ এটি মূলত লতানো গাছ। তাই একটু বেড়ে উঠলে সাথে সাথে মাচা করে দেওয়া সবচেয়ে ভালো। মাঝেমধ্যে মাটি খুঁচে সরিষার খোল ও পচা জল দিতে হবে। খেয়াল রাখতে হবে শসা গাছের গোড়ায় যেন কোনভাবেই আগাছা জন্মাতে না পারে। সব সময় অবশ্যই জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

শসা গাছে আক্রমণ করতে পারে জাব পোকার। তখন জলের মধ্যে গুঁড়ো সাবান গুলে স্প্রে করতে হবে। মাত্র তিন থেকে চার মাস পরে শসা গাছ বেশ বেড়ে উঠে শসা জন্মাবে এবং তা খাওয়ার উপযুক্তও হয়ে উঠবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

পাবনার ভাঙ্গুড়ায় বিরোধপূর্ণ পুকুরের মাছ তুলে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা বিরুদ্ধে

পাবনার ভাঙ্গুড়ায় বিরোধপূর্ণ পুকুরের মাছ তুলে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা শহিদুল ইসলাম ও তাঁর ভাই আব্দুর রশীদের বিরুদ্ধে।...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img